সালথায় অবৈধভাবে মাটি খনন করায় কারাদণ্ডাদেশ
প্রকাশ: ১১ এপ্রিল ২০২৩, ১১:৪৮ অপরাহ্ন | সারাদেশ

সালথা (ফরিদপুর) প্রতিনিধি :
ফরিদপুরের সালথায় অবৈধভাবে ভেক্যু দিয়ে মাটি খননকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমান আদালত।ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সালথা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সালাহউদ্দিন আইয়ূবী।
অবৈধভাবে ভেক্যু দিয়ে মাটি খনন করছে এমন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১১ এপ্রিল) বিকালে উপজেলার গট্টি ইউনিয়নের আগুলদিয়া নামক স্থানে অভিযান পরিচালনা করেন সালথা উপজেলা প্রশাসন।
এসময় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন'২০১৩ ধারায় মাটি খননের কাজে সম্পৃক্ত থাকায় হাটুরিয়া গ্রামের গোপাল বিশ্বাসের ছেলে গৌরাঙ্গ বিশ্বাসকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় সালথা থানার পুলিশের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে সালথা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সালাহউদ্দিন আইয়ূবী বলেন, ফসলী জমি থেকে ভেক্যু দিয়ে মাটি কেটে ইটের ভাটায় বিক্রির করার দায়ে "ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইনে" অভিযুক্ত ব্যক্তিকে ৭দিনের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। সালথা উপজেলা প্রশাসন প্রতিনিয়ত অবৈধ মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে। এধরণের অভিযান অব্যাহত আছে এবং থাকবে।